বরগুনা: নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকারের দায়ে বরগুনায় ৪ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের ৫ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া অভিযানকালে ৬ হাজার ২শ মিটার ইলিশ জাল, ১ হাজার ৫শ মিটার কারেন্ট জাল ও ৩ হাজার ২শ মিটার চরগড়া জাল এবং ২৫ কেজি ইলিশ জব্দ করে মৎস্য বিভাগ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মৎস্য বিভাগের একটি দল বিষখালী ও বলেশ্বর নদীতে এ অভিযান চালায়।
আটকদের মধ্যে বিষখালী নদী থেকে মো. নিজাম (৪৫) ও মো. শাহিকে (১৮) এবং বলেশ্বর নদী থেকে মো. ইউসুফ চাপরাশি (৪০) ও মো. রুবেলকে (২০) আটক করা হয়।
পাথরঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসআর