ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ১৩ জনের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
বরিশালে ১৩ জনের জেল-জরিমানা প্রতীকী

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারকালে বরিশালের কালাবদর ও তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেসহ মোট ১৩ জনকে আটক করা হয়েছে।

এ সময়  সাড়ে ৭ হাজার মিটার অবৈধ কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।



পরে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হয়।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। ‍

তিনি জানান, জেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌধ অভিযানে সোমবার দিবাগত রাত ৩টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত কালাবদর ও তেতুলিয়া নদী থেকে ১১ জেলে ও ২ চৌকিদারকে আটক করা হয়।

পরে তাদের মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহারের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

আদালত জাফর হাওলাদার, রুহুল আমিন হাওলাদার, মিজানুর মাঝি ও জামিল কাজী নামে ৪ জেলেতে ৩ দিন করে কারাদণ্ড, ইকবাল হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, বাচ্চু পালোয়ান, সুমন খান, জাহাঙ্গীর আলম, রুহুল আমিন এবং চৌকিদার আরিফুর রহমান ও লিটন সিকদারকে ২ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া কবির হাওলাদার নামে অপর এক জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।