ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
ময়মনসিংহে পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ সদর উপজেলায় পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাত এবং মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সুহেলি গ্রামের একটি পুকুর থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করে পুলিশ।



নিহতরা হলেন- ঐশী (৬) ও পাঁচ মাস বয়সী রুমান।

বেলা ১১টার দিকে তাদের মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিশু দু’টি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার বলে ধারণা পুলিশের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আলী জানান, সোমবার রাতে মা’র সঙ্গে ৫ মাস বয়সী রুমান ও দাদীর সঙ্গে ৬ বছর বয়সী ঐশী ঘুমাতে যায়।

পরে রাত আড়াইটার দিকে পুকুর থেকে প্রথমে রুমানের মরদেহ উদ্ধার করা হয়। এরপর সকাল ১০টার দিকে একই পুকুর থেকে ঐশীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ কারণেই ধারণা করা হচ্ছে তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।