ঢাকা: একহাতে ব্যাগ। আরেক হাতের মুঠোয় চার বছরের সন্তান।
মেহরাবের মতো এমন আরও শত শত মানুষ এখন রেল, সড়ক ও নৌপথে রাজধানী ফিরছেন জীবন-জীবিকার তাগিদে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কমলাপুর স্টেশনে দেখা যায়, রাজধানী ফেরত মানুষের ভিড় বেড়েছে। গত সপ্তাহে কমলাপুর স্টেশনের প্লাটফর্মে ছিল শেড়কমুখীদের ভিড়। এখন ভিড় শেকড় ছেড়ে আসা মানুষদের।
শেকড়ের টানে ছেদ ঘটিয়ে পিচঢালা পথ আর কংক্রিটের দেয়ালে ঘেরা শহরে ফিরছেন মানুষ। পেশাগত কারণে যারা এদিন ফিরছেন তারা জানান, আরও দু’একদিন থাকলে হয়তো ভালো লাগতো। ফিরতে ইচ্ছে না করলেও, জীবিকার জন্য আসতেই হচ্ছে এ শহরে। আবার অনেকে ফিরছেন স্কুল-কলেজের ছুটি নেই বলে।
ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার সময় মানুষ যেমন ট্রেনের ছাদে, দরজায় ঝুলে বাড়ি যাচ্ছিলেন, রাজধানীতে ফেরার সময়ও প্রায় একই চিত্র দেখা গেছে। কয়েকটি ট্রেনের ছাদ থেকে যাত্রীদের নামতে দেখা গেছে।
ট্রেনের ছাদে যারা রাজধানী ফিরেছেন তাদের ভাষায়, যেকোনোভাবে রাজধানীতে ফিরতে হবে। ট্রেনের ভেতরে ভিড় থাকায় বাধ্য হয়ে তারা ছাদে উঠেছেন।
![](files/September2015/September29/kamla_pur_trin1_757833905.jpg)
এদিকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ফিরতি প্রায় সব ট্রেনই নির্দিষ্ট সময়ে স্টেশনে পৌঁছেছে।
কমলাপুর স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বাংলানিউজকে বলেন, মঙ্গলবার ফিরতি সব ট্রেনই নির্দিষ্ট সময়ে এসেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দরবন, তূর্ণা, ধূমকেতু, উপবন, রংপুর এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেন নির্দিষ্ট সময়ে কমলাপুর স্টেশনে এসে ঠিক সময়েই স্টেশন ছেড়ে গেছে।
ঈদে যাওয়া এবং ফেরার পথে কোনো ট্রেনে যাত্রীদের ভোগান্তি হয়নি বলে তিনি দাবি করেন।
চট্টগ্রাম থেকে আসা মিনহাজ খন্দকার বলেন, আসন নিশ্চিত করতে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছে। তবে ফেরার পথে কোনো ভোগান্তি হয়নি। ট্রেন ছেড়েছে নির্দিষ্ট সময়ে। কমলাপুর স্টেশনে পৌঁছেছিও সঠিক সময়ে।
রাজশাহী থেকে আসা শিপার আহমেদ বলেন, এবার ভোগান্তি ছাড়াই ট্রেনে বাড়ি যেতে পেরেছি। ফিরেছিও নিরাপদে। ট্রেন কয়েক মিনিট দেরিতে ছাড়লেও শিডিউল বিপর্যয়ের মতো ঘটনা ঘটেনি।
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান বলেন, বাড়তি ছুটি শেষ। তাই আজই ফিরলাম। ইচ্ছে হলো আরও দু’দিন থাকি। কিন্তু চাইলেতো আর পারা যায় না।
কমলাপুর স্টেশনে দায়িত্বরত কর্মকর্তাদের মতে, গত দু’দিন স্টেশনে রাজধানী ফেরত মানুষের ভিড় কেমন ছিলনা। আজ গত দু’দিনের তুলনায় কিছুটা ভিড় রয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে ট্রেন কমলাপুরে এসে পৌঁছেছে। ফেরার পথে নির্দিষ্ট স্টেশন থেকে সময়মতো ট্রেন ছেড়েছে বলেও জানান যাত্রীরা। এছাড়া কমলাপুর স্টেশন থেকেও প্রায় সময়মত ট্রেন ছেড়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এডিএ/জেডএস