গাজীপুর: গাজীপুরের শিমুলতলী এলাকায় একটি ডোবা থেকে মঙ্গলবার দুপুরে (২৯ সেপ্টেম্বর) রাজ্জাক মিয়া (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রাজ্জাক মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চরভেলামারী গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম জানান, সকাল সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের শিমুলতলী এলাকার ইব্রাহিম খান মিলু বাড়ির কেয়ারটেকার রাজ্জাক মিয়া বাড়ির পাশে একটি ডোবায় আগাছা পরিষ্কার করতে যান। এক পর্যায়ে অসাবধানবশত ডোবায় পড়ে তিনি মারা যায়।
স্থানীয়রা ডোবায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রাজ্জাকের উচ্চ রক্তচাপ ও হাঁপানিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
আরএস/জেডএস