ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ইতালির নাগরিকের ময়নাতদন্ত সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
ইতালির নাগরিকের ময়নাতদন্ত সম্পন্ন

ঢাকা: রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইতালির নাগরিক তাবেলা সিজারের (৫০) ময়নাতদন্ত শেষ হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান কাজী মোহাম্মদ আবু সামা ময়নাতদন্ত শেষ করেন।



ময়নাতদন্ত শেষে তিনি সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তির শরীরে মোট ৫টি ছিদ্র পাওয়া গেছে। দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে রিভ‍ালবার থেকে তিনটি গুলি করে, এর মধ্যে দুইটি গুলি শরীর ভেদ করে বের হয়ে গেছে। আর একটি গুলি তার বুকে পাওয়া গেছে।

এর আগে নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির রহমান।

তিনি বাংলানিউজকে বলেন, নিহত ব্যক্তির ময়নাতদন্ত শেষ হয়েছে। আপাতত তার মরদেহ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এজেডএস/এটি

** ইতালির নাগরিক হত্যায় ব্রিটিশ হাইকমিশনারের নিন্দা
** ইতালির নাগরিক হত্যার ঘটনায় মামলা
**
ইতালিয়ান নাগরিক খুনের ‘দায় স্বীকার’ আইএসের
** গুলশানে গুলিতে ইতালির নাগরিক নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।