ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে ইসলামিক ফাউন্ডেশনে দোয়া

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে ইসলামিক ফাউন্ডেশনে দোয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাদ জোহর রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।



মিলাদ পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জাকির হোসেন। উপস্থিত ছিলেন কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুজিবুর রহমান হাওলাদার, সহ-সভাপতি মোহাম্মদ মবিন মিয়া ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, কর্মকর্তা-কর্মচারীরা।

মোনাজাতে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। এছাড়া ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও দোয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এক সংবাদ বার্তায় এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।