ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বিমানের হজ ফ্লাইট

মঙ্গলবার দেশে ফিরছেন আরও ৮৩৮ হাজি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
মঙ্গলবার দেশে ফিরছেন আরও ৮৩৮ হাজি

ঢাকা: পবিত্র হজব্রত পালন শেষে হাজিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরও দু’টি ফ্লাইট মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছাবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিমানের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, মঙ্গলবার বিমানের দু’টি ফ্লাইটে মোট ৮৩৮ জন হাজি দেশে ফিরবেন।

এদিকে হাজিদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইট বিলম্ব হওয়ার ব্যখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি বলছে, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে যা্রীদের অস্বাভাবিক চাপ এবং পবিত্র হেরেম শরীফ এলাকায় সৌদি কর্তৃপক্ষের আরোপ করা বিশেষ নিরাপত্তার কারণে বিলম্বে বিমানবন্দরে রিপোটিং করেন হাজিরা।

আর এ কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট অস্বাভাবিক বিলম্বে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরের বিরাজমান পরিস্থিতির কারণে শুধু বিমানই নয়, অন্যান্য এয়ারলাইন্সের হজ ফ্লাইটও বিলম্বে চলাচল করছে। যা আরও দু’একদিন চলতে পারে।
 
প্রথম হজ ফ্লাইটে ৪১৯জন হাজি দেশে ফিরেছেন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানায় বিমান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাসব্যাপী পোস্ট হজ ফ্লাইট কার্যক্রমের আওতায় ১০৯টি ডেডিকেটেড এবং ৩১টি নির্ধারিত ফ্লাইটসহ মোট ১৪০টি ফ্লাইট চালাবে। এসব মোট ৫৪ হাজার ৮৪৫ জন হাজি দেশে ফিরবেন।

চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৭৪২ জনসহ মোট ১ লাখ ৭হাজার ২৯০ জন হাজি হজ পালনের জন্য সৌদি আরব গেছেন।

আগামী ২৮ অক্টোবর সৌদি আরব থেকে বিমানের সর্বশেষ ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে চলতি বছরের ১৬ আগস্ট ‘হজ ফ্লাইট কার্যক্রম-২০১৫’ শুরু করে বিমান বাংলদেশ এয়ারলাইন্স।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজিদের জন্য সংরক্ষিত জমজমের পানি সংগ্রহের কথা জানিয়েছে বিমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় ফিরে হাজিরা বিমানবন্দরের নির্দিষ্ট স্থান থেকে জমজমের পানি (প্রত্যেকের জন্য ৫ লিটার) এ সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।