ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে যাত্রীর পিটুনিতে অটোরিকশা চালক হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
সাভারে যাত্রীর পিটুনিতে অটোরিকশা চালক হাসপাতালে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে আব্দুর রশিদ (২৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে গুরুতর আহত করেছেন এক রিকশাযাত্রী। আহত রশিদ সাভারের সুপার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি আছেন।



মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাড়কের সাভার বাসস্ট্যান্ড এলাকায় মুনসুর মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত আব্দুর রশিদ বাংলানিউজকে জানান, দুপুরে সাভার বাসস্ট্যান্ড এলাকায় তার অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা যাত্রীসহ একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় ওই রিকশায় থাকা শাহাদাত নামে এক যাত্রী তাকে লাঠি দিয়ে বেধড়ক পেটায় ও তার অটোরিকশাটি ভাঙচুর করে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের সুপার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, আহত অটোরিকশা চালকের শরীরে কিছু আঘাতের দাগ রয়েছে। তবে তার অবস্থা এখন ভালো।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।