কুমিল্লা: কুমিল্লার মুরাদনগরে ট্রাকচাপায় মমিন মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও দু’জন আহত হন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বকুলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মমিন মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দারাবাদ গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে নবীনগর থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা কোম্পানিগঞ্জে যাচ্ছিল। এসময় অটোরিকশাটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বকুলনগর এলাকায় এলে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মমিনের মৃত্যু হয়। আহত হন দু’জন।
মিরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এএটি/পিসি