ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

মেডিকেল ভর্তির ফল বাতিলের দাবিতে সারাদেশে বিক্ষোভ বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
মেডিকেল ভর্তির ফল বাতিলের দাবিতে সারাদেশে বিক্ষোভ বুধবার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল এবং ফের পরীক্ষা গ্রহণের দাবিতে বুধবার (৩০ সেপ্টেম্বর) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের বাধার মুখে পালিত ঘেরাও কর্মসূচি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী ইশরাত জাহান সিমি।

সংবাদ সম্মেলনে সিমি বলেন, বুধবার সকাল নয়টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশের বিভিন্ন এলাকার শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হবে।

কর্মসূচিতে সব শ্রেণি-পেশার মানুষদের প্রতি অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক, চিকিৎসক,  দিনমজুর- আপনারা যারা মনে করেন, আমরা ন্যায্য দাবিতে আন্দোলন করছি, তারা আমাদের সঙ্গে যোগ দেবেন। ‍

ঢাকা মেডিকেল কলেজ অন্যায়ভাবে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু করেছে বলেও অভিযোগ করেন সিমি।

এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীরা মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এইচআর/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।