নবাবগঞ্জ: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নয়ন মিয়া (২৩) নামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন তার মা জোছনা বেগম।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বক্সনগর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়ন মিয়াকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নয়ন মিয়ার বাবার নাম রাজা মিয়া। তিনি বক্সনগর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের বাসিন্দা।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ বাংলানিউজকে জানান, সকালে নয়নের মা জোছনা বেগমের অভিযোগের ভিত্তিতে দীঘিরপাড় গ্রামে গিয়ে দুই পিস ইয়াবাসহ নয়নকে আটক করে পুলিশ।
পরে, দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট আব্দুল কাদের মিয়া তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জোছনা বেগম বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে নয়ন মাদকে আসক্ত। অনেক চেষ্টার পরও ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি। ইদানিং নয়ন বেপরোয়া হয়ে পড়েছেন। মাদকদ্রব্য কেনার জন্য তার কাছে টাকা-পয়সা চেয়ে বিরক্ত করতে থাকেন। টাকা না দিলে তাকে মারধর করেন।
মঙ্গলবার সকালে মাদক কেনার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে নয়ন তাকে গলা চেপে ধরেন। কোনো রকমে রক্ষা পেয়ে পুলিশে খবর দেন তিনি। তাৎক্ষনিক পুলিশ নয়নের বাড়ি গিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এমজেড