ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
বকশীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আশা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর শহরের সীমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আশা ওই গ্রামের আল আমিনের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে সহপাঠিদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় আশা। বেশি পানিতে গেলে সাঁতার না জানায় একপর্যায়ে সে ডুবে যায়। পুকুরে অনেক খোঁজাখুঁজির পর তাকে মৃত উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) নয়ন দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।