কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাজন মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের পরাশরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রাজন পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের পরাশরপাড়া গ্রামের তাজু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে রাজন উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দুপুরে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে তার ভাসমান দেহ দেখতে পায় পরিবারের লোকজন। তাৎক্ষণিক উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আরএমও) মোহাম্মদ আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এমজেড