ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

কল্যাণপুরে নারী পোশাক কর্মীর আত্মহত্যা

স্টাফ করেসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
কল্যাণপুরে নারী পোশাক কর্মীর আত্মহত্যা ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানার কল্যাণপুর এলাকায় ফাঁস লাগিয়ে তানিয়া আকতার (২৪) নামে এক তৈরি পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কল্যাণপুরের দুই নম্বর সড়কের ২৮ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।



নিহত তানিয়ার স্বামীর নাম আবুল কালাম আজাদ। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলা সদরের বেপারীপাড়া এলাকায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে বেলা একটার দিকে ওই বাড়ির দরজা ভেঙে গলায় রশি পেছানো অবস্থায় তানিয়ার মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি ওই বাসার আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে রশি ছিঁড়ে নিচে পড়ে যান। এ সময় তার দেড় বছরের শিশু সন্তানও পাশে ছিল।

নিহত পোশাক কর্মীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হযেছে বলে জানান এসআই শাহজাহান আলী।

তিনি বলেন, ‘নিহত তানিয়া আজাদের দ্বিতীয় স্ত্রী ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।