নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলা কাইলাটি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ডিস ক্যাবল অপারেটরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে ইউনিয়নের সাতবুড়ি কান্দা গ্রামে ডিস সংযোগ দেওয়ার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাইলাটি ইউনিয়নের দরুণ বালি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মাইনুদ্দিন (২৫) ও পূর্বধলা উপজেলার বিষমপুর গ্রামের লিটন মিয়ার ছেলে রুবেল মিয়া (২৪)।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানা যায়, রুবেল এবং মাইনুদ্দিন, এক গ্রাম থেকে অন্য গ্রামে ডিস সংযোগ দেওয়ার সময়, ডিস ক্যাবলটি বিদ্যুতের সংযোগে জড়িয়ে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
দুইজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদশে সময়: ১৬২৮ ঘণ্টা, সপ্টেম্বের ২৯, ২০১৫/ আপডটেডে ১৯০২/আপডেট ০০৩৯ ঘণ্টা
এএট/এমজডে/বিএস