ঢাকা: রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক তাবেলা সিজার (৫০) হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকাস্থ ইইউ কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
বিবৃতিতে পিয়েরে মায়াদুন বলেন, এটি একটি সন্ত্রাসী হামলা। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে বর্বর এ হামলার সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ইতালীয় নাগরিক তাভেল্লা বাংলাদেশের প্রান্তিক দরিদ্রদের সহায়তা করতে এসেছিলেন। এমন একজন ব্যক্তির হত্যার ঘটনা আরও বেশি উদ্বেগজনক।
ইইউ প্রতিনিধি দলের পক্ষে চেজারের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান তিনি।
সোমবার সন্ধ্যায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়কে তাবেলা সিজারকে গুলি করে হত্যা করা হয়। তিনি আইসিসিও কো-অপারেশন নামে একটি আন্তর্জাতিক সংস্থার প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৫
জেপি/আরএইচ
** ইতালির নাগরিকের ময়নাতদন্ত সম্পন্ন