ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

মিরপুরে নারী ও কমলাপুরে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
মিরপুরে নারী ও কমলাপুরে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুর স্টাফ কোয়ার্টার থেকে সুরাইয়া জামান (৪২) নামে এক নারী এবং কমলাপুর রেলস্টেশন থেকে অজ্ঞাত পরিচয়ে (৬০) এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার (২৯ সেপ্টম্বর) দুপুরে মিরপুরের পাইকপাড়া সরকারি স্টাফ কোয়ার্টার এবং কমলাপুরের ৮ নং প্লাটফর্ম এলাকা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।



মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহত সুরাইয়া অসুস্থতাজনিত কারণে মারা গেছেন বলে তার স্বামী বদরুজ্জামান জানিয়েছেন। তবে মৃতের বোন অভিযোগ করেছেন, সুরাইয়ার স্বাভাবিক মৃত্যু হয়নি।

পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে দুপুরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে রাজধানীর কমলাপুর স্টেশন এলাকা থেকে উদ্ধারকৃত অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃতদেহের বিষয়ে রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, মৃত ব্যক্তি এখানেই ঘোরাফেরা করতেন, এখানেই ঘুমাতেন। অসুস্থতাজনিত কারণে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এজেডএস/জেডএফ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।