মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ চিকিৎসা ক্যাম্পে প্রায় সাড়ে ৮শ’ দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
এরআগে সকালে প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।
পরে দুপুরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
![](files/September2015/September29/Munshiganj_ML1_470002235.jpg)
মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি জালাল উদ্দিন আহমেদের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
জালাল কমিশনার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে এ চিকিৎসা সেবায় বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা ও পরামর্শ দেন।
জালাল কমিশনার স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নার্গিস আক্তার বাংলানিউজকে জানান, দিনব্যাপী বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি, মেডিসিন, শিশু ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎকরা সাড়ে ৮ শতাধিক দরিদ্র নারী-পুরুষকে চিকিৎসা সেবা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসআর
** ফ্রি চিকিৎসা ক্যাম্পে বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসকরা