ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠিতে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাওসার হোসেন (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার নেছারাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



কাওসার হোসেন নেছারাবাদ এলাকার মৃত ইসাহাক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঝালকাঠি সদর হাসপাতালের ব্রাদার সুমন হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন কাওসার। এ সময় হঠাৎ বিদুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।