ঢাকা: যুক্তরাষ্ট্র মেরিন কোর ও বাংলাদেশ নৌবাহিনীর পরিচালনায় শুরু হতে যাচ্ছে পঞ্চমবার্ষিকী কো-অপারেশন এ্যাফ্লোট রেডিনেস এন্ড ট্রেইনিং (ক্যারাট)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ সমুদ্রসীমা নিরাপত্তা অগ্রাধিকার, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে সম্পর্কের উন্নয়ন, জ্ঞান বৃদ্ধি ও এই গুরুত্বপূর্ণ অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতার চর্চাই এ ক্যারাটের উদ্দেশ্য।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রশংসা করে বলা হয়, নতুন অংশগ্রহণকারী হলেও বাংলাদেশ ক্যারাট সিরিজে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ এবং এই অনুশীলনে প্রতিবছর ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ ছাড়াও ক্যারাটের অন্য সদস্যগুলো হলো- ব্রুনেই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও পূর্ব তিমুর।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
আরএইচ