ঢাকা: বর্তমান সরকার বিজ্ঞান চর্চা ও এর উন্নয়নে আন্তরিকভাবে সহযোগিতা করেছে জানিয়ে বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, এই সুযোগকে কাজে লাগাতে হবে বিজ্ঞানীদের। এর মধ্য দিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান রাজধানীর অদূরে সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান (এইআরই) পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।
এইআরই’র মহাপরিচালক ড. মোবারক আহমদ খানের সভাপতিত্বে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি ইন্সটিটিউটের (আইএনএসটি) অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী ইয়াফেস ওসমান এইআরই’তে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং আরও গুরুত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, সদস্য জীব-বিজ্ঞান ড. মো. সাইদুল ইসলাম, বায়রার চেয়ারম্যান অধ্যাপক ড. নঈম চৌধুরী এবং সদস্য অধ্যাপক ডা. শাহানা আফরোজ।
মন্ত্রী বলেন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প আপনাদের জন্য আশির্বাদ হয়ে এসেছে। সুতরাং এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য সবার একযোগে কাজ করার আহ্বান জানান।
ইয়াফেস ওসমান বলেন, বর্তমান সরকার বিজ্ঞান চর্চা ও এর উন্নয়নকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। সুতরাং এই সুযোগ কাজে লাগিয়ে বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করবেন এবং সেগুলো দেশবাসীর সার্বিক কল্যাণে ব্যবহৃত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
আইএ