ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
গাজীপুরে স্কুলছাত্রীর আত্মহত্যা

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সাতমার এলাকায় তৃষ্ণা সরকার (১৬) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



ওই এলাকার সঞ্জয় চন্দ্র সরকারের মেয়ে নিহত তৃষ্ণা (১৬)  পূবাইল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তেন।

জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মারফত আলী এই প্রতিবেদককে  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে সকাল ১০টার দিকে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় শাড়ি দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান এএসআই মারফত আলী।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।