ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে ২ বাসের সংঘর্ষে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
বুড়িচংয়ে ২ বাসের সংঘর্ষে আহত ২৫ ছবি: প্রতীকী

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় দুই বাসের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।



মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, কুমিল্লা থেকে হোমনাগামী হোমনা পরিবহনের দু’টি বাস একে অপরকে ওভারটেকিং করছিল। এ সময় বাস দু'টির সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ২৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নামতি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারহান আলী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।