ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলানিউজকে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব

কূটনৈতিক জোনে অতিরিক্ত তিনগুণ নিরাপত্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
কূটনৈতিক জোনে অতিরিক্ত তিনগুণ নিরাপত্তা

ঢাকা: রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক তাবেলা সিজার (৫০) হত্যার পর কূটনৈতিক জোনে অতিরিক্ত তিনগুণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. খুরশেদ আলম।

রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুনের সঙ্গে এক পূর্বনির্ধারিত বৈঠক শেষে তিনি এ কথা জানান।

এছাড়া ইতালির এই নাগরিকের হত্যাকাণ্ড তদন্তে পৃথক তিনটি তদন্ত দল গঠন করা হয়েছে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র। দুপুর দেড়টার দিকে পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় ২০ মিনিটের একটি সংক্ষিপ্ত বৈঠক সারেন পিয়েরে মায়াদুন। তবে বৈঠকে ইইউভুক্ত দেশ ইতালির নাগরিক হত্যার বিষয়টি আলোচনা হয়নি বলে জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব।

সচিব বলেছেন, ইতোমধ্যে অতিরিক্ত তিনগুণ নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, আনসারসহ সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। এছাড়া মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট।

খুরশেদ আলম বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত দেখা করেছেন। এটি ছিল আগের নির্ধারণ করা বৈঠক। তার সঙ্গে তাবেলা সিজার হত্যার সংশ্লিষ্ট বিষয়ে কোনো আলোচনা হয়নি।

তিনি আরও বলেন, তাবেলাকে হত্যার আগে কেউ অনুসরণ করছিল। হতে পারে হত্যাকারীরা তাকে চিনতো। বিষয়টি খতিয়ে দেখা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বিদেশি নাগরিক হত্যার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ঘটনার তদন্তে ঢাকা মহানগর পুলিশ, গোয়েন্দা বিভাগ ও র‌্যাব- এই তিন বাহিনীর তিনটি পৃথক তদন্ত দল গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫, আপডেট ১৮৪০
জেপি/আইএ

** ঢাকায় ইতালির নাগরিক খুনে ইইউ রাষ্ট্রদূতের নিন্দা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।