ফরিদপুর: জেলার চরভদ্রাসনে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করায় চার জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে এক হাজার পাঁচশ’ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এ সময় আদালত চার জেলের প্রত্যেককে চার হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেন। এ চার জেলে হলেন- উপজেলার হরিরামপুর ইউনিয়নের শালেপুর গ্রামের মো. আলামিন, কবীর শেখ, মো. শহীদ ও শেখ ইমাইল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চর সালেপুর এলাকার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পারভেজ চৌধুরী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোপালপুর ঘাটে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ চৌধুরী বাংলানিউজকে বলেন, ১৯৫০ সালের মৎস রক্ষা ও সংরক্ষণ আইনের তিন নম্বর বিধি লঙ্ঘন করায় চার জেলেকে জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
আরএম