রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারীর ঘুষিতে হাসেম হাওলাদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
হাসেম হাওলাদার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা। এছাড়া গ্রেফতারকৃত আছমা বেগম (৩৮) একই এলাকার হাবিব মিয়ার স্ত্রী।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের হাসেম হাওলাদারের ছেলে রিপন মিয়ার খালা শাশুড়ি হিসেবে আছমা বেগম তার বেয়াইন হন। সকালে হাসেম হাওলাদারের সঙ্গে তার বেয়াইন আছমা বেগমের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে আছমা বেগম বেয়াই হাসেম হাওলাদারকে ধাক্কা মেরে ফেলে দেন। এক পর্যায়ে আছমা বেগমের ঘুষিতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে অভিযুক্ত আছমা বেগমকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের ছেলে রিপন হাওলাদার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
পিসি/