ঢাকা: পারস্পরিক সম্পর্ক ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে পঞ্চমবারের মতো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ সমুদ্র মহড়া চট্টগ্রামে বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরু হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ‘এক্সারসাইজ কো-অপারেশন অ্যাটলোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (সিএআরএটি)-২০১৫’ শীর্ষক এই যৌথ মহড়া উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বনানী নৌসদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর কমান্ডার লজিষ্টিক গ্রুপ ওয়েস্টার্ন প্যাসেফিক অ্যান্ড কমান্ডার টাস্কফোর্স-৭৩ রিয়ার এডমিরাল চার্লস উইলিয়ামস উপস্থিত ছিলেন।
এর আগে নৌসদরে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
আইএসপিআর জানায়, দুই দেশের মধ্যকার যৌথ এ মহড়াটি দু’টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ২৯ সেপ্টেম্বর থেকে ০৪ অক্টোবর পর্যন্ত পোতাশ্রয় পর্ব হবে। এর আওতায় সংশ্লিষ্ট নৌঘাঁটি ও জাহাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ মহড়া ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, দ্বিতীয় পর্যায়ে ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সমুদ্র পর্বের আওতায় দুই দেশের যুদ্ধ জাহাজের অংশগ্রহণে বঙ্গোপসাগরে সমুদ্র মহড়া অনুষ্ঠিত হবে।
বুধবার শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ যৌথ মহড়ায় বিভিন্ন নৌ কৌশল, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি চিকিৎসা সেবা, সমর আইনের ব্যবহার এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার পরিচালনার উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
এ যৌথ মহড়া আনুষ্ঠানিকভাবে আগামী ৪ অক্টোবর শেষ হবে।
আইএসপিআর জানায়, যুক্তরাষ্ট্র নৌবাহিনী নিয়মিত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, কম্বোডিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুরসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে এ ধরনের সমুদ্র মহড়া করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২০১১ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সমুদ্র মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র নৌবাহিনী।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
আইএসপিআর/এমএ