ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
শিবগঞ্জে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছবি : প্রতীকী

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে ৩৫০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কানসাট গোপালনগর চৌরাস্তা মোড় থেকে তাদের আটক করে।



আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী-কালিচক গ্রামের মোস্তফার ছেলে আরিফুল ইসলাম (২৭) ও একই উপজেলার জালমাছমারী গ্রামের সোহবুল হকের ছেলে হাবিউর রহমান (২৬)।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আটক ব্যক্তিদের নামে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।