বরগুনা: বরগুনায় জেলা পুলিশের উদ্যোগে ২০১৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
জেলা পুলিশ সুপার (এসপি) বিজয় বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. রুস্তুম আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান ঝন্টু প্রমুখ।
এছাড়াও সেখানে বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ও সরকারি মহিলা কলেজের কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এএটি/পিসি