ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বদলি হলেন ১০ উপ-সচিব

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
বদলি হলেন ১০ উপ-সচিব

ঢাকা: দশ উপ-সচিবকে বদলি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।



উপ-সচিবদের মধ্যে বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক পদে প্রেষণে থাকা আরিফুল হককে ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল হিসেবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা শরীফ মো. মাসুদকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উপ-পরিচালক করা হয়েছে।

অপর ওএসডি কর্মকর্তা মো. খায়রুল আমীনকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব করা হয়েছে।

এছাড়া ওএসডি কর্মকর্তা মো. আব্দুস সালাদকে অর্থ বিভাগের উপ-সচিব করা হয়েছে।

উপ-সচিব প্রদোষ কান্তি দাসকে খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্যগুদামের প্রকল্পে পাঠানো হয়েছে।
 
প্রাথামিক  শিক্ষার উপবৃত্তি প্রকল্পের উপ-পরিচালক প্রবীর কুমার চক্রবর্তীকে স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের সচিব খন্দকার আনোয়ার হোসেনকে বরিশাল পরিবেশ অধিদফতরের পরিচালক করা হয়েছে।

উপ-সচিব আসলাম হোসেনকে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব করা হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আমিনুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের উপ-সচিব মো: আমিনুল রহমানকে শিক্ষা মন্ত্রণালয়ের  একটি প্রকল্পে বদলি করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সালমা জাহানকে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব পদে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এমএম/এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।