আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সফলতা সম্পর্কে জনগণকে অবহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবীব এ মেলার উদ্বোধন করেন।
এর আগে সকাল ১০টায় মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি ৠালি বের করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আহসান হাবীব অতিথিদের সঙ্গে উন্নয়ন মেলার স্টল পরিদর্শন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন উদ্দিন ইকরাম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পেয়ারা বেগম পিওনা, আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ইসমত আরা এনি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও পৌর কাউন্সিলর মুঞ্জুয়ারা বেগম, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এটি