ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বিসিসি’র দুই পরিদর্শক সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
বিসিসি’র দুই পরিদর্শক সাময়িক বরখাস্ত

বরিশাল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করায় বরিশাল সিটি কর্পোরেশনের দুই সড়ক পরির্দশককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) এক নোটিশে সিটি মেয়র আহাসান হাবিব কামাল তাদের সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।



এরা হলেন- আর আই জাহাঙ্গির হোসেন ও সাজ্জাত হোসেন। পাশাপাশি এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার।

তিনি জানান, সোমবার অফিস চলাকালীন নগর ভবনের সড়ক পরিদর্শক বিভাগে আর আই জাহাঙ্গীর হোসেন ও সাজ্জাত হোসেন অপর আর আই রেজাউল কবিরের সঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নিয়ে কটূক্তি করেন। বিষয়টি অভিযোগ আকারে পেয়ে মঙ্গলবার তৎক্ষণিক ওই দুই আর আইকে সাময়িক বরখাস্ত করা হয়।

এছাড়াও বিষয়টি খতিয়ে দেখাতে নগর ভবনের সচিব মো. আনোয়ার হোসেন ও নির্বাহী ম্যাজেস্ট্রেট ইমতিয়াজ হোসেন’র সমন্বয় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।