বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে বরিশালের হিজলায় ৭ জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুক্তাদির হোসেন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহিদ মালতিয়া, জামাল মাল, কবির খন্দকার, খলিল সরদার, আজমীর ঢালী, মোজাম্মেল খান ও আল অমিন বাঘা। তাদের বাড়ি হিজলা উপজেলার গৌরবদি ও ধুলখোলা ইউনিয়নে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বাংলানিউজকে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারকালে মেঘনায় সাত জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল ও ২০ হাজার টাকার জাটকা জব্দ করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এএটি/পিসি