ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

‘ইতালির নাগরিক হত্যার ঘটনা বিচ্ছিন্ন’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
‘ইতালির নাগরিক হত্যার ঘটনা বিচ্ছিন্ন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম(ফাইল ফটো)

ঢাকা: রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাবেলা সিজার (৫০) হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সভায় মোহাম্মদ নাসিম সভাপতিত্ব করেন।

জঙ্গি হামলার আশঙ্কায় অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশে না আসার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, এটা শুধু অজুহাত। আমাদের এখানে অতীতে ক্রীড়াঙ্গণে কখনো কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। সরকার জঙ্গি দমনে কাজ করছে। প্রধানমন্ত্রী গত কয়েক বছর কঠোর হাতে জঙ্গি দমন করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। গুলশানে সন্ত্রাসী হামলায় ইতালির নাগরিক নিহতের ঘটনা বিচ্ছিন্ন।

তিনি আরও বলেন, জঙ্গি কথাটা শুধুই অজুহাত। এগুলো মিথ্যাচার ও অপপ্রচার। বাংলাদেশ জঙ্গি দমনে সফল, এটা সারা বিশ্বে স্বীকৃত। মানুষ এটা বিশ্বাস করে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের (অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে) সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার (২৮ সেপ্টেম্বর) গুলশানের কূটনৈতিক পাড়ায় তাবেলা সিজার (৫০) নামে ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।