সারিয়াকান্দি (বগুড়া): সারিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সেকেন্দার আলী ওরফে বুলু তরফদার মারা গেছেন (ইন্না লিল্লাহে....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টায় দিঘলকান্দী গ্রামে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার পরিবার সূত্র জানায়, দুপুরে (বাদ জোহর) নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার মৃত্যুতে মঙ্গলবার দুপুরে সারিয়াকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাছুদুর রহমান হিরু মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল মাহমুদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এটি