ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ইতালির নাগরিক হত্যাকাণ্ডের তদন্তভার ডিবিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
ইতালির নাগরিক হত্যাকাণ্ডের তদন্তভার ডিবিতে

ঢাকা: রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক সিজার তাবেলা (৫০) হত্যাকাণ্ডের ঘটনার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এই হত্যার তদন্তের দায়িত্ব দেওয়া হয় মহানগর গোয়েন্দা পুলিশকে (উত্তর)।

ডিবির (উত্তর) সহকারী কমিশনার মাহফুজুল আলম রাসেল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানের কূটনৈতিকপাড়ায় ইতালির নাগরিক সিজারকে (৫০) গুলিতে হত্যা করে তিন দুর্বৃত্ত। নিহত সিজার ঢাকায় নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আইসিসিও-বিডি’র প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গুলশান-২’র ৫৪/৫১ কর্নার প্লটের বি/৫ অ্যাপার্টমেন্টে থাকতেন।

সূত্রে জানা যায়, ইতোমধ্যে ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দফায় দফায় বৈঠক করেছেন। তার কর্মস্থল, বাসভবন ও যেখানে তাকে হত্যা করা হয় সেখানে সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করছেন। অপরাধীদের শনাক্ত করতে জোর তৎপরতা চালানো হচ্ছে এমন তথ্যও মিলেছে।

এদিকে, সিজার হত্যার পর কূটনৈতিক জোনে অতিরিক্ত তিনগুণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাংলানিউজকে এ তথ্য জানান, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. খুরশেদ আলম।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এনএ/আইএ

** ‘ক্রিকেট দলের নিরাপত্তার সম্পর্ক নেই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।