ধুনট (বগুড়া): ঈদ উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে বাঙালি নদীতে ডুবে মুন্নি খাতুন (৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ঝাঝর-রাঙ্গামাটি বাঙালি নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মুন্নি খাতুন চট্টগ্রাম হালি শহর এলাকার মাসুদ রানার মেয়ে।
ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমএ তারেক হেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঈদের আগের দিন মুন্নি পরিবারের সদস্যদের সঙ্গে রাঙ্গামাটি গ্রামে নানা আজাহার আলী বয়াতির বাড়িতে বেড়াতে আসে। বিকেল ৩টার দিকে বাঙালি নদীর ঝাঝর-রাঙ্গামাটি ঘাটে অন্য শিশুদের সঙ্গে খেলা শেষে নদীতে হাত-পা ধুতে যায় সে। এ সময় হঠাৎ নদীর পানিতে পড়ে গেলে স্রোত তাকে ভাটির দিকে ভাসিয়ে নিয়ে যায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত নৌকাযোগে অনুসন্ধান করেও মুন্নিকে উদ্ধার করতে পারেনি স্বজনরা।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এএটি/আরএম