ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

সাম্য হত্যার প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
সাম্য হত্যার প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান সরকারের একমাত্র ছেলে আশেকুর রহমান সাম্য’র হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে গোবিন্দগঞ্জ।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ বণিক সমিতি’র আহ্বানে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে নিমর্ম এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

 

পরে পৌর ভবনের সামনে ৯নং ওয়ার্ডবাসী, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠন ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা বাপ্পির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, প্রফেসার শাহ্ আলম,বর্ধনকুঠি উন্নয়ন ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম ও সাজ্জাত হোসেন সোহাগ প্রমুখ।

এরপর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।