ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে জাতীয় প্রেসক্লাবের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
শেখ হাসিনাকে জাতীয় প্রেসক্লাবের অভিনন্দন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় এ অভিনন্দন জানানো হয়।



এ সময় বলা হয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উদ্যোগ গ্রহণ এবং আইসিটি খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীকে এই দু’টি পুরস্কার দেওয়া হয়েছে। যা গোটা জাতির জন্য সম্মান এবং আনন্দের।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।