ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
বেনাপোলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল(যশোর): যশোরের বেনাপোলে ছামাদ(৪৫) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বেনাপোল পৌরসভার কাগজপুকুর বাজারে এ ঘটনা ঘটে।



ছামাদ বেনাপোল পোর্টথানার উত্তর কাগজপুকুর গ্রামের নসেরুদ্দির ছেলে।

স্থানীয়রা জানান, পান ব্যবসায়ী ছামাদ কাগজপুকুর বাজারে নিজ দোকানে বসেছিলেন। এসময় ১০/১২ জন দুর্বৃত্ত তাকে দোকান থেকে টেনে নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক(এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, কী কারণে ও কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।