চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের মাওলানা ভাসানী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ওই কলেজের অধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব কলেজ প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রেদোয়ান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজের হিতৈষী সদস্য সুলতান মঈন আহমেদ রবিন।
এ সময় বিভিন্ন জেলা-উপজেলার ৪০টি কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লালমাই ডিগ্রি কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ অধ্যক্ষ আবুল কাশেম, ধনুয়াখোলা কলেজ অধ্যক্ষ শাহ আলম, পয়ালগাছা কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবুল হক, আলেকজান মেমোরিয়াল কলেজ অধ্যক্ষ আব্দুল মান্নান, চৌদ্দগ্রাম ডিগ্রি কলেজ অধ্যক্ষ মীর হারুনুর রশিদ, এবিএম গোলাম মোস্তফা কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক, বড়ধুশিয়া আদর্শ কলেজ অধ্যক্ষ জয়নাল আবেদীন সরকার, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এএটি/আরএম