ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বেড়াতে গিয়ে নিহত ১, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
রাজধানীতে বেড়াতে গিয়ে নিহত ১, আহত ৩

ঢাকা: রাজধানীতে ঈদের ছুটিতে পরিবার নিয়ে বোনের বাসায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর রুস্তমনগর বেড়িবাঁধ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।



এতে নিহত হন স্ত্রী ফারিহা আক্তার নূপুর (৪০)। এ ঘটনায় স্বামী আবুল কাশেমসহ (৫০) দুই সন্তান মবিনুল ইসলাম (১০), উম্মে নূর (০৬) আহত হয়েছেন। নূপুর স্বামী ও সন্তানদের নিয়ে আশুলিয়ায় থাকতেন। তার স্বামী কাশেম তিতাস গ্যাস কোম্পানিতে ঠিকাদারের কাজ করেন।

নিহতের বড় বোন পারভীন সুলতানা বাংলানিউজকে জানান, ঈদের ছুটিতে নূপুর ও তার পরিবার ফার্মগেটের মণিপুরীপাড়া এলাকায় তাদের বাসায় আসেন। সেখান থেকে বিকেলে বেরিয়ে আশুলিয়ার উদ্দেশে রওনা হন। সিএনজিযোগে বাসায় ফেরার পথে রুস্তমনগর বেড়িবাঁধ এলাকায় পিকআপের ধাক্কায় চারজনই গুরুতর আহত হন।

তিনি আরও জানান, পরে তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নূপুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আহত তিনজন সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান বড় বোন পারভীন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এজেডএস/জেডএফ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।