বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে সোনালী ব্যাংকের সামনে থেকে ব্যবসায়ীর ১১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হাফিজুর রহমানকে (২৬) গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাফিজুর বেনাপোল পৌরসভার দক্ষিণ কাগজপুকুর গ্রামের আব্দুর রবের ছেলে।
যশোর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ কাগজপুকুর গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাসী হাফিজুরকে গ্রেফতার করা হয়।
পরে, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও হেরোইন উদ্ধার হয়। রাত ৮টার দিকে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এসআই।
চলতি বছরের ৬ এপ্রিল বেনাপোল শাখা সোনালী ব্যাংকের সামনে থেকে সরকারি রাজস্ব খাতে জমা দিতে নিয়ে যাওয়া ১১ লাখ টাকা অস্ত্রের মুখে ছিনতাই হয়। এ ঘটনার প্রধান আসামি হাফিজুর। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘদিন পর মামলাটি যশোর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এমজেড