রামু (কক্সবাজার): কক্সবাজারের রামু উপজেলায় ৬৮৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলেন- উখিয়া উপজেলার মরিচ্যা কেওয়াছড়ি এলাকার কবির আহাম্মদের ছেলে সাইফুল ইসলাম (২৮) ও ইনানী শফির বিল এলাকার শামসুল আলমের ছেলে হোসেন আলী (৪০)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পৃথক অভিযানে উপজেলার মরিচ্যা ও রেজুখাল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
১৭ বর্ডার গার্ড বাংলাদেশের সুবেদার ফজলুল হক বাংলানিউজকে জানান, আটকদের রামু থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
পিসি/