বরগুনা: বরগুনার আমতলীতে একটি আবাসিক হোটেল থেকে ফারুক হোসেন (৪৪) নামে এক মাইক্রোবাস চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পৌর শহরের নুতন বাজার এলাকার নিউ ডিলাক্স আবাসিক হোটেল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
হোটেলের রেজিস্ট্রার অনুযায়ী ফারুক হোসেন বগুড়া জেলার শাহজাহানপুর থানার চুকনগর গ্রামের বাসিন্দা।
আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের ছোনাউঠা গ্রামের বাসিন্দা শিবলী কামাল ঈদের আগে চট্টগ্রাম থেকে ফারুকের মাইক্রোবাসে আমতলীতে আসেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফারুক হোসেন হোটেল ডিলাক্সে উঠেছিলেন।
হোটেলের ম্যানেজার আব্দুল মান্নান জানান, ফারুক অসুস্থ হলে চিকিৎসক দেখিয়ে ওষুধ খেয়েছেন। বিকেল সাড়ে ৩টার দিকে ভিতর থেকে রুম আটকানো দেখে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা খোলার জন্য ধাক্কাধাক্কি করলে দরজার লক ভেঙে যায়। তখন ফারুককে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে আমতলী থানায় খবর দেওয়া হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এমজেড