ঢাকা, সোমবার, ২৬ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ঢামেকে চিকিৎসাধীন দুই ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
ঢামেকে চিকিৎসাধীন দুই ব্যক্তির মৃত্যু ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ১০৩নং ওয়ার্ডে ৫৫ এবং ২০ বছরের অজ্ঞাত পরিচয় দুই রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।



জানা যায়, অজ্ঞাত পরিচয় (৫৫) ওই বৃদ্ধকে আগস্টের ৩১ তারিখে কে বা কারা ঢামেকে ফেলে গেলে ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক তাকে ভর্তি করেন।

ওয়ারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, অজ্ঞাত পরিচয় ২০ বছরের ওই যুবককে রাজধানীর টিকাটুলি থেকে রাস্তায় পাওয়া যায়। তিনি মাদকসেবী হতে পারেন। এছাড়া তার চোখে ও মাথায় আঘাত ছিল। পুলিশ তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এজেডএসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।