ঢাকা: জাতিসংঘ সদর দফতরে আরেকটি ব্যস্ত দিন শুরু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী যোগ দেন সন্ত্রাস ও চরমপন্থা বিরোধী শীর্ষ সম্মেলনে।
এরপর দিনের পরের ভাগে প্রধানমন্ত্রী অংশ নেবেন জাতিসংঘে বাংলাদেশের নিজস্ব কর্মসূচি এমডিজি টু এসডিজি- অ্যা ওয়ে ফরোয়ার্ড শীর্ষক সাইড ইভেন্টে।
এতে নেদারল্যান্ডস’র রাজা, বেনিনের প্রেসিডেন্ট, জাপানের প্রধানমন্ত্রী, সুইডেনের প্রধানমন্ত্রী, সাধারণ অধিবেশনের প্রেসিডেন্টসহ আরো অনেকে বক্তব্য রাখবেন এই ইভেন্টে। বাংলাদেশের এমডিজি অর্জনের নানা দিক উঠে আসবে এই আলোচনা।
এতে সমাপনী ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন কার্যালয়ে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন।
৩০ সেপ্টেম্বর (বুধবার) জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ। ওই দিন স্থানীয় সময় আনুমানিক সকাল ১১টার (বাংলাদেশ সময় রাত ৯টার) দিকে প্রধানমন্ত্রী অন্যান্য বছরের মতোই বাংলায় তার ভাষণ দেবেন।
শান্তিরক্ষীদের যৌনঅপরাধে জিরো টলারেন্স, নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার
চট্টগ্রাম-পটুয়াখালীতে সমুদ্রবন্দর নির্মাণের আগ্রহ নেদারল্যান্ডের
বাংলাদেশ সময় ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এমএমকে