পাথরঘাটা (বরগুনা): সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আমগাছির খাল এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দস্যু সাগর-সৈকত বাহিনীর প্রধান আক্কাস ওরফে রহিম ওরফে জামাল (২৫) নিহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-আট এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ভোরে সুন্দরবনের আমগাছির খাল এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল র্যাবের একটি দল। টের পেয়ে সাগর-সৈকত বাহিনীর দস্যুরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে দস্যুরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ওই বাহিনীর প্রধান আক্কাস ওরফে রহিম ওরফে জামালের গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায়।
তিনি আরো জানান, এসময় দস্যুদের ফেলে যাওয়া দেশি-বিদেশি ১৫টি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫/আপডেট: ১০০৯
জেডএস/এসআই