ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

গাবতলীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
গাবতলীতে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় খালেক মসজিদের সামনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (২৭) মৃতদেহ উদ্ধার করেছে দারুস সালাম থানা পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।



দারুস সালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু নাঈম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। তার পরনে একটি ঢোলা জিন্সের প্যান্ট, গায়ে আর কোনো কাপড় নেই।   হাঁটুর নিচে ক্ষত দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে, কোনো বাসের ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন। এলাকাবাসী কেউ তাকে চেনে না। ধারণা করা হচ্ছে, লোকটি পাগল।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসজেএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।